______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______
শতকরা একশতভাগ সুদের সাথে ফেরত দিতে হবে আসলের পুরোটা –
এই শর্তে ধার দিয়েছিলাম অফুরান ভালোবাসা, দীর্ঘ গভীরতম চুম্বন
আসলটা বুঝে পেয়েছি ঠিকঠাক
শুধু সুদের হার ছিল দুইশত ভাগ!
ব্যাংক-ব্যালেন্স বেশি হওয়ায়
বাড়তি ভালোবাসার ফু দেয়া মন্ত্রে চলতো পানাহার
বাকি কিছু মাদুলি করে পড়ে নিয়েছিলাম সমস্তশরীরে।
ভালোবাসাই বোধহয় একমাত্র আসল
যা খরচ করলে বাড়তে থাকে,
বেড়ে বেড়ে একদিন না-পেরুনো পর্বত হয়ে যায়!
এখন, মাকড়সাজালে জমে থাকে চৌম্বক – দিন
অপহৃত কতক গভীর গোপন-চুম্বন আর
সুদেমূলে ধার দেয়া ভালোবাসা!
অশুভ আছর ঠেকাতে জ্যোতিষবিদ্যার মতো পাথুরে-আংটি আর গলায় তাবিজ চাই বাড়তি ভালোবাসার!