ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | কোনো রোগী যাতে সেবা বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে: সিভিল সার্জন

কোনো রোগী যাতে সেবা বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে: সিভিল সার্জন

এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো রোগী যেন সেবা বঞ্চিত না হয়, সেদিকে চিকিৎসকদের বিশেষ খেয়াল রাখতে হবে। সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে সবার দায়িত্বশীল হওয়া জরুরি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য চিকিৎসকদের দায়িত্বশীল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (২৯ অক্টোবর দুপুরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদেকুল আলম, ট্রমা সেন্টারের মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন ও মেডিকেল টেকনোলোজিস্ট মোহাম্মদ আলী প্রমুখ।

এ সময় সিভিল সার্জন উপজেলা ট্রমা সেন্টার ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। এছাড়া মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকে নির্দেশনাও প্রদান করেন সিভিল সার্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!