ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

Untitled-19

নিউজ ডেক্স : শিক্ষা-ব্যবসা বিরোধী সচেতন অভিভাবকবৃন্দ-চট্টগ্রাম এর পক্ষ থেকে কোচিং বাণিজ্য বন্ধ করে স্কুলকে শিক্ষার মূল কেন্দ্রে পরিণত করার দাবিতে গতকাল সকাল ১১ টায় চেরাগী মোড়ে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন অভিভাবক মহুয়া ভট্টাচার্য। পরিচালনা করেন পাঠাগার সংগঠক সানি চৌধুরী। এতে বক্তব্য রাখেন ডা. রত্না বৈষ্ণব, ডা. সুশান্ত বড়ুয়া, অভিভাবক ঝুলন চৌধুরী, মো. জাহেদ ও মুক্তা ভট্টাচার্য প্রমুখ।

বক্তারা বলেন, ‘অভিভাবকরা সন্তানদের শিক্ষা জীবন নিয়ে চরম উদ্বিগ্নতার মধ্যে আছে। একদিকে শিক্ষার খরচ বাড়ছে অন্যদিকে বাড়ছে পরীক্ষা ও পড়ার চাপ। সবচেয়ে বড় সমস্যা হলো ভালো ফলাফল করার জন্য নির্ভর করতে হচ্ছে কোচিং সেন্টারগুলোর উপর। সেই সুযোগে কোচিং সেন্টারগুলো করছে বাণিজ্য। স্কুল যদি একজন শিক্ষার্থীর পড়াশুনা একশ’ভাগ নিশ্চিত করতে পারত তাহলে কোচিং প্রভাব বিস্তার করতে পারত না। এছাড়া নগরীতে মাধ্যমিক পর্যায়ে সরকারি স্কুল স্বল্পতার দরুণ প্রতিবছর স্কুল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোচিং সেন্টারগুলো বিশাল অংকের ব্যবসা করছে। কোচিং সেন্টারগুলো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রশ্নফাঁস, ফলফাঁসসহ নানা রকম দুর্নীতি করছে।’

বক্তারা আরো বলেন, ‘প্রতি বছর স্কুলগুলো ভর্তি ও পুনঃভর্তির নামে অতিরিক্ত ফি আদায় করছে। সেই সাথে কোচিং গাইড ইত্যাদি আনুষাঙ্গিক খরচে অভিভাবকদের উপর বাড়তি চাপ পড়ছে। শিক্ষাক্ষেত্রে ব্যয়বৃদ্ধি ও দুর্নীতি শিক্ষার নৈতিক মানকে ধ্বংস করছে। সবক্ষেত্রে শিক্ষা ব্যবসা ও কোচিং ব্যবসা বন্ধ করে স্কুলকে শিক্ষার মূল কেন্দ্রে পরিণত করার জন্য অভিভাবকদের ঐক্যবদ্ধ করা উচিত।’

সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল সহকারী কমিশনার মো. রমিজ আলমের মাধ্যমে উক্ত দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!