Home | অন্যান্য সংবাদ | কাবাঘর কোন পাহাড়ের পাথর দিয়ে নির্মিত?

কাবাঘর কোন পাহাড়ের পাথর দিয়ে নির্মিত?

58112_islam

নিউজ ডেক্স : পবিত্র কাবাঘর মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন, নিরাপদ ও শান্তির সম্মিলনস্থল। হজরত ইবরাহিম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ বা কাবাঘর নির্মাণ করেন। কোনো কোনো বর্ণনায় এসেছে, একটি মেঘখণ্ড বাইতুল্লাহর স্থানে ছায়া ফেলে; হজরত ইবরাহিম আলাইহিস সালাম সে ছায়ার পরিমাপ মোতাবেক কাবাঘর নির্মাণ করেন। এ কাবা নির্মাণে হজরত ইবরাহিম আলাইহিস সালাম কোন কোন পাহাড়ের পাথর ব্যবহার করেছেন, তার একটি বর্ণনা তুলে হলো:

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন, ‌হজরত ইবরাহিম আলাইহিস সালাম পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন:

তুরে সাইনা: যে পাহাড়ে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেন।

তুরে যিতা।

লুবনান: সিরিয়ার একটি পাহাড়।

জুদি: এটি আরব উপদ্বীপের একটি পাহাড়।

তুরে হিরা: হিরা মক্কার একটি পাহাড়। এই পাহাড়ের পাথর দিয়ে ভিত্তি স্থাপন করেন।

আল্লাহ তায়ালা মর্যাদাপূর্ণ পাঁচটি পাহাড়ের পাথর দিয়েই মুসলিম জাতির সম্মিলনকেন্দ্র তথা মুসলিম উম্মাহর কিবলা তৈরি করেন। আল্লাহ তাআলা সবাইকে এ ঘর যিয়ারাতের তাওফিক দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!