নিউজ ডেক্স : চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উদ্ধার করা তরুণীর নাম ছেনোয়ারা বেগম। সে কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুর হোসেনের মেয়ে।
জাগির আহমেদ নামে এক লোক জানান, রবিবার ছেনোয়ারা শাহ আমানত সেতু থেকে ঝাঁপ দেয় কর্ণফুলী নদীতে।