নিউজ ডেক্স : কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এসময় অনেকে সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী থানা পুলিশ।
চট্টগ্রামের ১১ নম্বর ঘাট থেকে কর্ণফুলীর দক্ষিণ তীরে সিইউএফএল ঘাটে যাওয়ার সময় মাঝ নদীতে ২০-২৫ জন যাত্রী নিয়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে কতজন নিখোঁজ রয়েছে বা হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।