নিউজ ডেক্স : কর্ণফুলী নদীতে পাথর বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কালারপুল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম মো. আবুল কালাম মুন্সি। বয়স ৫০ বছর। তিনি নোয়াখালীর সুবর্ণচর এলাকার সৈয়দ আহমদের ছেলে।
এর আগে মঙ্গলবার রাতে কর্ণফুলী নদীর কালারপুল এলাকায় নির্মাণাধীন ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পাথর বোঝাই একটি ট্রলার ডুবে যায়। এসময় দুইজন নিখোঁজ হয়।
পটিয়া ফায়ার স্টেশনের লিডার মনি ত্রিপুরা বলেন, নদীতে মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই ব্যক্তি পাথর বোঝাই ট্রলারের শ্রমিক। বাংলানিউজ