সাহিত্য ডেক্স : নিজের লেখা কবিতাকে গীতি কবিতায় রূপান্তরিত করে সুরে সুরে মানুষের দ্বারে পৌঁছে দিতে নতুন আঙ্গিকে অভিযাত্রা শুরু করেছেন কবি, লেখক ও প্রকাশক ফিরোজা সামাদ।
তিনি জানান, প্রতিটি এ্যালবামে আটটি করে গান। মোট দুটি গানের এ্যালবাম আসছে অচিরেই। সবকটি গানের গীতিকার কবি নিজেই। সুর করেছেন বিশিষ্ট সুরকার কুমার বিষ্ণু। কন্ঠ দিয়েছে নতুন প্রজন্মের দরদী শিল্পী এম. এ. হামিদ খান। যাকে আমরা আবিস্কার করবো এই গানগুলোর মাধ্যমে ।
উল্লেখ্য, দুটি এ্যালবামেই দুটি গানে সুর ও কন্ঠ দিয়েছেন কবি নিজেই। এ্যালবাম দুটি এই বিজয়ের মাসেই ইউটিউবে “পানকৌড়ি” চ্যানেলে পাওয়া যাবে। ইনশাআল্লাহ্! এ্যালবাম দুটির নাম “অচীন পাখি” ও “মা”! গানগুলো সকলের হৃদয় ছুঁয়ে যাবে। এ্যালবাম দুটি প্রকাশের অনুপ্রেরণায় রয়েছেন কবি, লেখক ও প্রকাশক ফিরোজা সামাদের সুযোগ্য জীবন সাথী এম. এ. সামাদ। সার্বিক সহযোগীতায় আছেন এম. সোলায়মান। কবি, লেখক ও প্রকাশক ফিরোজা সামাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শুভ কামনা চেয়েছেন সকলের কাছে।