
নিউজ ডেক্স : কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে মরদেহ দু’টি উদ্ধার করেন বিচকর্মীরা।
বিচকর্মী বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলাতলী পয়েন্টে মোহাম্মদ ইমন (১৭) নামের এক যুবক গোসলে নেমে ভেসে যায়। শুক্রবার দুপুর দেড়টার দিকে তার মরদেহ ভেসে আসে। ইমন কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকার আবুল কালামের ছেলে।
অন্যদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে আরেক যুবকের মরদেহ তীরে ভেসে আসে। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নামঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই যুবকও গোসলে নেমে ভেসে গিয়েছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, সৈকতে ভেসে আসা দুই যুবকের মরদেহ টুরিস্ট পুলিশের সহায়তায় লাইফগার্ড ও বিচকর্মীরা উদ্ধার করেছে। মরদেহ দু’টি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner