Home | দেশ-বিদেশের সংবাদ | কক্সবাজার সৈকতে গোসলে নেমে ভেসে গেলেন ফটোগ্রাফার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ভেসে গেলেন ফটোগ্রাফার

নিউজ ডেক্স : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মোহাম্মদ সাগর (১৭) নামে এক ফটোগ্রাফার নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাগর উখিয়ার ঘুমধুম কাস্টমস এলাকার বাসিন্দা নুরুল আলম ড্রাইভারের মেজ ছেলে। সাগর কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলে আয় করতেন।

সমুদ্র সৈকতে নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার জয়নাল আবদিন ভুট্টু বলেন, সাগর ও তার আরেক বন্ধু মিলে সৈকতে গোসল করতে নামেন। তারা দুজন সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। এক পর্যায়ে স্রোতের টানে দুই বন্ধু ভেসে যান। আমরা একজনকে উদ্ধার করতে পারলেও অপরজন নিখোঁজ আছেন। নিখোঁজ সাগরকে উদ্ধারে কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের সুপার (এসপি) মো. জিল্লুর রহমান বলেন, সাগরে গোসলে নেমে সাগর নামে এক তরুণ ফটোগ্রাফার নিখোঁজ আছে বলে জেনেছি। তাকে উদ্ধারে যৌথ প্রচেষ্টা চলছে। তবে সন্ধ্যা পর্যন্ত কোন সন্ধান মেলেনি। অসচেতনতার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। -জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!