Home | দেশ-বিদেশের সংবাদ | কক্সবাজারে স্ত্রী ‍ও দু’সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা

কক্সবাজারে স্ত্রী ‍ও দু’সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা

crimescene_web2_0

নিউজ ডেক্স : কক্সবাজার শহরের গোলদীঘীর পাড় এলাকায় স্ত্রী ‍ও দুই সন্তানকে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমন চৌধুরী নামে এক ব্যক্তি।

বুধবার বিকেল সাড়ে চারটার পর এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন স্ত্রী বেবি চৌধুরী, বড় মেয়ে অমন্তিকা (৬) ও ছোট মেয়ে যুথী (৩)

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি রঞ্জিত কুমার বড়ুয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!