নিউজ ডেক্স : কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসিনা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার ভোরে পৌরসভার প্রধান সড়কের পালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসিনা কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়োডের্র নতুন বাহারছড়ার ৬ নম্বর ঘাট এলাকার রুহুল আমিনের স্ত্রী বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন জানান, দৌঁড়ে সড়কটি পার হওয়ার সময় হানিফ পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কায় হাসিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।