_____শুভ্রা নীলাঞ্জনা_____
তুমি ই পারো আমায়
এমন অবহেলা করতে,
চোখ ফিরিয়ে অন্যদিকে
ত্রস্ত পায়ে হাঁটতে ।।
তুমি ই পারো অনুভবে
লাগাম দিয়ে রাখতে,
বুকের ভিতর আবেগটাকে
শক্ত করে বাঁধতে ।।
তুমি ই পারো দিন পনেরো
মুখ ঘুরিয়ে থাকতে,
একলা একটা আকাশ হয়ে
অঝর ধারায় কাঁদতে ।।