Home | দেশ-বিদেশের সংবাদ | এলডিপি ২০ দলীয় জোটে আছে এবং থাকবে : অলি

এলডিপি ২০ দলীয় জোটে আছে এবং থাকবে : অলি

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজ ডেক্স : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, এলডিপি ২০ দলীয় জোটে আছে এবং থাকবে। অথচ কেউ কেউ এলডিপি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যা অত্যন্ত দুঃখজনক। এলডিপি ২০ দলীয় জোট ছাড়ছে তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।

বুধবার সন্ধ্যায় এলডিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অলি আহমদ এ বিষয়ে কাউকে কোনো বক্তব্য দেননি। এলডিপি ২০ দল ছাড়ছে এমন সংবাদ যারা পরিবেশন করছেন তারা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছেন।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে সকল গণমাধ্যমকে বিরত থাকতে অনুরোধ করেছেন অলি আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!