ব্রেকিং নিউজ
Home | শিক্ষাঙ্গন | একাদশে ভর্তি নিশ্চিত ৯৫ হাজার শিক্ষার্থীর

একাদশে ভর্তি নিশ্চিত ৯৫ হাজার শিক্ষার্থীর

full_1367284243_1499366023

নিউজ ডেক্স : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী মনোনীত হয়েছে। আজ থেকে কলেজগুলো তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরম্ন করবে। শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত ফি জমা দিয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। তবে তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি করানোর সুযোগ কলেজগুলো পাবে না। একইসাথে বোর্ড নির্ধারিত তিন হাজার টাকার বেশি ফি নেয়ার সুযোগ নেই কলেজগুলোর।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রায় এক লাখ দুই হাজার শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল। এসব শিক্ষার্থীর মধ্যে গতকাল রাত ৮টা পর্যনত্ম প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছে। এখনো প্রায় সাত হাজার শিক্ষার্থী ভর্তির বাইরে রয়েছে। এসব শিক্ষার্থীর বিষয়ে ভর্তির নির্দেশনা কি জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোহাম্মদ জাহেদুল হক বলেন,‘ যারা আবেদন করেও কোথাও ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের বিষয়ে আগামী ৭ জুলাইয়ের মধ্যে নির্দেশনা দেয়া হবে। সব শিক্ষার্থীকে অনলাইনে ভর্তির সুযোগ দেয়া হবে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ কিন্তু যারা ভুলক্রমে কিংবা অজ্ঞতার কারণে মনোনীত হয়েও কলেজগুলোতে ভর্তি নিশ্চিত করেনি তাদের জন্য কি নির্দেশনা রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বিষয়ে এখনো কোনো নির্দেশনা নেই। তবে অবশ্যই কোনো না কোনো সুযোগ হয়তো আন্তঃশিক্ষা বোর্ড কমিটি দেবে।’

এদিকে ভর্তি নীতিমালা অনুযায়ী আজ থেকে কলেজগুলো ভর্তি নিশ্চিত করতে পারবে। এতোদিন কলেজগুলো শিক্ষার্থীর কোনো তালিকা না পেলেও আজ থেকে তালিকা পেয়ে যাবে এবং সেই অনুযায়ী ভর্তি কার্যক্রম চালাবে। এবিষয়ে জানতে চাইলে কলেজ পরিদর্শক মোহাম্মদ জাহেদুল হক বলেন,‘কলেজগুলো এতোদিন কোনো শিক্ষার্থী তালিকা পায়নি। গতকাল রাতে প্রত্যেক কলেজের নামে অনলাইনে মনোনীতদের তালিকা চলে যাওয়ার কথা। সেই তালিকা থেকে কলেজগুলো শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করবে। এসময় কলেজগুলো বোর্ড নির্দেশনা অনুযায়ী ভর্তির জন্য তিন হাজারের বেশি টাকা নিতে পারবে না।’

কোনো কলেজ যদি বেশি টাকা নেয় তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভর্তিতে সেশন ফি তিন হাজারের বেশি নেয়ার কোনো সুযোগ নেই। তবে ইউনিফর্ম বা অন্য কোনো সেবা দিয়ে যদি কলেজগুলো টাকা নেয় তাহলে তা ভিন্ন বিষয়।’

উল্লেখ্য, এবার দেশের সব কলেজগুলোতে অনলাইন প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে। ম্যানুয়েল ভিত্তিতে ভর্তির কোনো সুযোগ নেই। ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীরা অনলাইনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দের তালিকায় যুক্ত করতে পেরেছে। প্রথম পর্যায়ের মনোনীতদের তালিকা গত ১০ জুন প্রকাশের পর ১৮ জুন পর্যনত্ম নিশ্চায়ন করার সুযোগ ছিল। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ও ২১ জুন মনোনীতদের তালিকা প্রকাশ করে। ২য় পর্যায়ে মনোনীতরা ভর্তি নিশ্চিত করে ২৩ জুন। ২৪ জুন তৃতীয় পর্যায়ে আবারো আবেদনের সুযোগ দেয়া হয় এবং ২৫ জুন ফলাফল প্রকাশের পর ২৬ জুন ভর্তি নিশ্চিত করা হয়। আজ ২৭ জুন থেকে ৩০ জুন পর্যনত্ম কলেজগুলো ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!