ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | একরাম হত্যা মামলার রায়ে ৩৯ আসামিকে ফাঁসি

একরাম হত্যা মামলার রায়ে ৩৯ আসামিকে ফাঁসি

161047a1

নিউজ ডেক্স : একরাম হত্যা মামলার রায়ে ৩৯ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মামলায় ১৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফেনী জেলা দায়রা জজ আমিনুল হক আজ মঙ্গলবার বিকেলে রায় ঘোষণা করেন।

মামলাটির প্রধান আসামি ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ও ফেনী পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিস্টারকে খালাস দেওয়া হয়েছে।

অপরদিকে, ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলও রয়েছেন।

পিপি অ্যাড. হাফেজ আহাম্মেদ আদালত সূত্রের বরাত দিয়ে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ  সভাপতি একরামুল হককে ২০১৪ সালের ২০ মে ফেনী সদরের একাডেমি এলাকার অধূনালুপ্ত বিলাসী সিনেমা হলের সামনে হত্যা করা হয়। মামলার ৫৬ আসামির মধ্যে ৪৫ জন গ্রেপ্তার হন।

বর্তমানে ৩৫ জন কারাগারে ও বাকিরা পলাতক। ১০ জন আসামি জামিন পাওয়ার পর পলাতক থাকেন। ১১ আসামি এখনো পুরোপুরি অধরা। একরামের মৃত্যুর পর তার ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!