Home | শিক্ষাঙ্গন | এইচএসসি: চট্টগ্রামে ফল পুনঃনিরীক্ষার আবেদন ১৫ হাজার

এইচএসসি: চট্টগ্রামে ফল পুনঃনিরীক্ষার আবেদন ১৫ হাজার

3-lakh-10-thousand-applicants-for-HSC-result-rescrutiny

নিউজ ডেক্স : চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এইচএসসিতে ১৪ হাজার ৯৪৯ পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন; আগামী ২২ অগাস্ট পুনঃনিরীক্ষণের ফল ঘোষণা করা হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাহবুব হাসান বলেন, ১৩টি বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য এসব পরীক্ষার্থী আবেদন করেছেন। ইংরেজি প্রথমপত্রে সর্বোচ্চ ছয় হাজার ৪৮৮টি খাতা পুণঃনিরীক্ষণের আবেদন এসেছে। ২২ অগাস্ট পুনঃনিরীক্ষণের ফল ঘোষণা করা হবে।

এছাড়া বাংলা প্রথমপত্রে তিন হাজার ৬৮০, দ্বিতীয়পত্রে দুই হাজার ৭৮০, ইংরেজি প্রথমপত্রে ছয় হাজার ৪৮৮, দ্বিতীয়পত্রে পাঁচ হাজার ২১১, পদার্থ প্রথমপত্রে তিন হাজার ৬৭, পদার্থ দ্বিতীয়পত্রে দুই হাজার ৩০২, রসায়ন প্রথমপত্রে এক হাজার ৮৯৬, রসায়ন দ্বিতীয়পত্রে দুই হাজার ১২০, জীববিজ্ঞান প্রথমপত্রে দুই হাজার ২১৯, দ্বিতীয়পত্রে দুই হাজার ৪০, উচ্চতর গণিত প্রথমপত্রে দুই হাজার ২৯৩, দ্বিতীয়পত্রে এক হাজার ৮৫২ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে চার হাজার ১৭৮টি খাতা পুণঃনিরীক্ষণের আবেদন হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই এইচএসসির ফলাফল ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!