Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়া ও টেকনাফে যাচ্ছেন ওবায়দুল কাদের

উখিয়া ও টেকনাফে যাচ্ছেন ওবায়দুল কাদের

obaydul-kader-20170910232437

নিউজ ডেক্স : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে সোমবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফ যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সফরকালে তারা উখিয়া এবং টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ কাজে অংশ নিবেন।

এদিকে মঙ্গলবার উখিয়ার কুতুপাংয়ে শরনার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্যসহ বহু রোহিঙ্গা হতাহত হয়। এ ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন চালানো হচ্ছে। প্রতিদিন পালিয়ে বাংলাদেশে আসছেন হাজার হাজার রোহিঙ্গা। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থান করছেন এসব রোহিঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!