
কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ায় পিতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সে কোটবাজারের ভালুকিয়া আমতলী গ্রামের ইসলাম মিয়ার মেয়ে বুলবুল আকতার ( ১৬) । গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল আকতার বিগত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হলে পিতা মেয়ের উপর ক্ষুব্দ হয়ে পড়াশোনা থেকে বিরত থাকার কথা বলে। এক পর্যায়ে তার বিয়ে দেওয়ার জন্য পরিবার তোড়জোড় শুরু করলে কোন উপায় না পেয়ে বুলবুল আকতার তার শয়ন কক্ষে দর্জা আটকিয়ে ঘরের তীরে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে।