Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় র‌্যাবের হাতে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

উখিয়ায় র‌্যাবের হাতে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত আটক

K h Manik Ukhiya, Cox 17-02-2018 (1)

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে কক্সবাজার র‌্যাব-৭। আজ শনিবার ভোরে উপজেলার ফলিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলেন- মৃত আলী আহমদের ছেলে জসিম (২৮), ঝুমছড়ি গ্রামের শমশের আলমের ছেলে নুরুল আবছার (২৪) ও আব্দুস সোবাহানের ছেলে আবুল হাসেম (৩০)। তারা সবাই উখিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ৪টি এসবিবিএল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র ও ৬ রাউন্ড (১২ বোর কার্তুজ) গুলি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিকালে র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!