কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭। আজ ১৫ ফেব্র“য়ারী বৃহস্পতিবার ভোরে কক্সবাজারস্থ র্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।
অভিযানের সময় পালানোর চেষ্টা করলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের মৃত আমিন উলাহর পুত্র মো: আবু বক্কর ছিদ্দিক (৩৫) আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের মেজর মোঃ রুহুল আমিন। এ সময় তার শরীর তলাশী করে ১ টি এসবিবিএল ২ রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের বলেন, র্যাব কর্তৃক অস্ত্রসহ আটক রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।