কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে । রবিবার রাতে কুতুপালং এলাকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল এ অভিযান চালিয়ে মোহাম্মদ হোসেনের পুত্র মোঃ নুরুল ইসলাম (২৪) নামে রোহিঙ্গা যুবককে আটক করেছে।
এ সময় তার বসতঘরে তল্লাশী চালিয়ে ৪৭ হাজার পিস ইয়াবা ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে মেজর মোঃ রুহুল আমিন।

৫ মার্চ র্যাব এর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে এসব মাদকের চালান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ৩৬ লক্ষ টাকা।
আটককৃত আসামীর নামে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।