কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী কে আটক করেছে।
শনিবার ভোর রাতে থানার উপ- পরিদর্শক মিল্টন বিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামের বদিউল আলমের ছেলে মোস্তাক প্রকাশ মোস্তাক চুরাকে নিদানিয়া এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকার নির্যাতিত, নিপীড়িত ও ভুক্তভোগীদের মাঝে স্বস্তির নিস্বাস ফিরে আসে বলে জানা যায়।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্বধানকারী অফিসার মিল্টন প্রতিবেদক কে জানান, আটককৃত মোস্তাকের বিরুদ্ধে দুই বছরের সাজাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে তিনি জানান। থানার ওসি মোঃ আবুল খায়ের আসামী আটকের সত্যতা স্বীকার করেন।