Home | দেশ-বিদেশের সংবাদ | উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ দু’জন আটক

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ দু’জন আটক

K H Manik Pic Ukhiya 29-12-2017 (4)

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় পাঁচটি লম্বা বন্দুকসহ দুই ডাকাত সদস্যকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার দোছড়ি জালালতলী এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মোঃ শাহাজাহান (৩৫) ও ইসমাইল হোসেনের ছেলে কামাল হোসেন (১৯)। র্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো: রুহুল আমিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ার জালালতলী বিল এলাকায় চার/পাঁচ জন ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান, ৩টি এসবিবিএল, ১টি রামদা, ১টি কিরিচ, ৮ রাউন্ড ১২ বোর গুলি, ৯ রাউন্ড ১২ বোর গুলির খালি খোসা উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময়ে উক্ত এলাকায় ডাকাতি করে এবং এলাকার লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। পরে অস্ত্রসহ আটককৃতদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!