Home | দেশ-বিদেশের সংবাদ | ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

image-209199-1565436436

নিউজ ডেক্স : পবিত্র ঈদুল আজহায় ১২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিচারক, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাসসের।

প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবী এবং সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রেস সচিব আরও বলেন, পরে প্রধানমন্ত্রী বেলা ১১টা থেকে বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিবগণ এবং সচিব মর্যাদার অন্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!