ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক বিভাগের প্রকৌশলীদের ছুটি বাতিল

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক বিভাগের প্রকৌশলীদের ছুটি বাতিল

kader-20170825133115

নিউজ ডেক্স : যেকোনো অবস্থায় ঈদযাত্রায় সড়ক সচল রাখা হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে দায়িত্বরত প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে। বৃষ্টি চলাকালে রাস্তা মেরামতে প্রকৌশলীদের মাঠে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।আমার মনে হয় এবারও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। এজন্য পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সবার সঙ্গে কথা হয়েছে।

শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে মহাসড়কের অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে সড়ক বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমে গেলে দ্রুত সড়ক মেরামত করার জন্য প্রকৌশলীরা ঠিকাদারদের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে। কোনো অবস্থাতেই রাস্তা যেন যান চলাচলে অনুপযোগী না হয় সেজন্য ২৪ ঘণ্টা প্রকৌশলীদের রাস্তায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!