নিউজ ডেক্স : কক্সবাজার থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ মো. সোহেল (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১১ অক্টোবর রোববার সকালে চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. সোহেল বাসটির চালকের সহকারী।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, এনা পরিবহনের বাসটির চালকের সহকারী সোহেল ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।’
এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।