এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় মিনহাজ উদ্দিন (২২) নামে এক দোকানিকে ছুরিকাঘাত করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ব্রিজের উত্তর পাশে এই ঘটনা ঘটে। মিনহাজ আধুনগর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের আখতারিয়া পাড়ার মৃত আহমদ কবিরের পুত্র।

ঘটনার সাথে জড়িত হারুনুর রশিদ নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তিনি কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সওদাগর পাড়ার আবদুর রহিমের পুত্র।
স্থানীয়রা জানান, ঘাতক হারুন চুনতি হাজি রাস্তার মাথা এলাকায় একটি বেকারিতে চাকুরি করে। গত শুক্রবার কোচিং সেন্টারে যাবার সময় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করে অভিযুক্ত হারুন। বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করেন দোকানি মিনহাজ। পরে বেকারির মালিককে ডেকে এনে তার কর্মচারী স্কুল ছাত্রীকে ইভটিজিং করার বিষয়টি অবগত করেন। এতে অভিযুক্ত হারুন ক্ষিপ্ত হয়ে থাকে।
ঘটনারদিন হারুন দোকানে এসে প্রথমে দোকানি মিনহাজের সাথে হাসিমুখে কথা বলে। এক পর্যায়ে দোকানিকে ছুরিকঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ধাওয়া করে ঘটনাস্থলের অদূরে একটি কিন্ডার গার্টেন স্কুলের সামনে থেকে ঘাতক হারুনকে আটক করেন। পরবর্তীতে অভিযুক্ত হারুনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহত দোকানিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজন অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।