
আন্তর্জাতিক ডেক্স : ইন্দোনেশিয়ার ব্যান্টেন প্রদেশের একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। বুধবার (৮ সেটেম্বর) সকালে এ হতাহতের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন দেশটির সরকারি এক মুখপাত্র।
ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি বলেন, তানজেরাং কারাগারের সি-ব্লকে মঙ্গলবার দিনগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই আগুন লাগে। কী কারণে কারাগারে আগুন লেগেছে, তা নির্ণয়ে অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কারাগারের যে অংশে আগুন লেগেছে, সেখানে মাদক মামলার আসামিদের রাখা হয়েছিল। এর ধারণ ক্ষমতা ১২২ জন। তবে আগুনের সময় সেখানে কতজন ছিলেন, তা জানা যায়নি। প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার কারাগারগুলোতে সাধারণত ধারণক্ষমতার চেয়ে বেশি লোককে আটক রাখা হয়।

কমপাস টিভির একটি ভিডিওতে দেখা যায়, কারাগারের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিহত হয়েছেন ৪১ জন। আর গুরুতর আহত হয়েছেন ৮ জন।
Lohagaranews24 Your Trusted News Partner