
নিউজ ডেক্স : কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে আরও চার রোহিঙ্গার লাশ পাওয়া গেছে। শুক্রবার সকালে এই লাশগুলো পাওয়া যায়।
এ নিয়ে ওই সমুদ্র সৈকতের নিকটে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় মোট ১৯টি লাশ উদ্ধার করা হলো।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বঙ্গোপসাগরের ইনানী সৈকত পয়েন্টে অর্ধশত রোহিঙ্গা নিয়ে নৌকাটি ডুবে যায়। এতে ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। এছাড়া ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্টালিন বড়ুয়া আরও চার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। -ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner