ফিরোজা সামাদ : ইদানিং সকালবেলা দরজার সামনে থেকে দৈনিক খবরের কাগজটা তুলে পড়তে ইচ্ছে করেনা, টেলিভিশন খুলে খবর দেখতে মন চায়না, ভালো লাগেনা সুস্হ জীবনের জন্য প্রাতঃকালীন হাটতে যেতে। সব সময় একটা ভয়, দুঃস্বপ্ন ও অাতঙ্ক তাড়িয়ে বেড়ায় অামাকে।
ফেসবুক খুলতে তো মোটেই ভালোলাগে না। এটাকে মনে হয় মিথ্যে ও মেকিত্বপূর্ণ । অাজ গোটা নারী জাতি নিরাপত্তা হীনতায় ভুগছে। তিন বছরের শিশুও ওদের কাছে লোলুপতার শিকার । এক হাতে তালি বাজেনা, প্রতিবাদে এখন অার শক্তি খুঁজে পাওয়া যায়না। অামি নিশ্চিত, যতক্ষণে নিজের গায়ে এই কালো হাতের ছায়া না পড়ে ততক্ষণে পিতা, ভাই, ম্বামী ও পুত্র প্রতিবাদ করবে না।
অাজ এই স্ট্যাটাসটি অামার বিরতিকালের পূর্ব লেখা হোক। মানুষ সকল অাশ্রয় হারিয়েই প্রভুর স্মরণাপন্ন হয়। অামিও তো মানুষ !!!