দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী ও সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ হোসেন।
শনিবার (২৪ মে) রাতে তাদেরকে এ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২২ মে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ক্ষমতা অর্পণ করা হয়।
এতে বলা হয়েছে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ, পদুয়া, চরম্বা, কলাউজান, লোহাগাড়া সদর ও পুটিবিলা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাদেরকে প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি