এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদ জনকল্যাণ বালক উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে স্কুল মিলনায়তনে সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান শিক্ষক আইয়ুব আমিরীর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হেলাল উদ্দিন, নাজিম উদ্দীন, সেলিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, দাতা সদস্য মামুনুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য সায়েম চৌধুরী, সহ-প্রধান শিক্ষক নুরুল আবচার, আবদুল সবুর, জনকল্যাণ সমাজ কমিটির সভাপতি মাস্টার নুরুল আমিন চৌধুরী, ব্যবসায়ী আমির আহমেদ, কামাল উদ্দিন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আমিরাবাদ জনকল্যাণ মোমেনা কুলসুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী বলেন, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন হলেও একটি কুচক্রী মহলের কারণে কমিটি দায়িত্ব গ্রহণ করতে পারেননি। ওই কুচক্রী মহল যড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। তাদের বিভিন্ন হয়রানিমূলক মামলা ও যড়যন্ত্রের কারণে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম থমকে গেছে। এখন থেকে নতুন কমিটি সকলের সহযোগিতায় বিদ্যালয়ের মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।