এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদ চেরী গ্রামার স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও ২০১৯ সালে পিইসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জালাল আহমদ।
প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সালাহ উদ্দিন, অধ্যাপক সেতার উদ্দিন, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক ও লোহাগাড়া মেরিট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তার।
প্রধান অতিথি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে মা’দের ভূমিকা বেশী প্রয়োজন। স্কুলের পড়ালেখা শিক্ষার রুটিন ওয়ার্ক। মায়েরা এগিয়ে এলে পড়ালেখা উন্নত হবে। তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে আমিই প্রথম ‘মা সমাবেশ’ করেছি। ‘মা সমাবেশ’ বর্তমানে সরকারিভাবে স্বীকৃত। শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত অন্যতম কর্মসূচি হিসেবে গৃহিত। ফলে আজ প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পড়ালেখার গুণগত মান এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, সুধী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।