এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদে এক রাতে দু’কৃষকের ৪টি গরু চুরি হয়েছে। ৬ জুলাই রাতে মঙ্গলগরের বণিক পাড়ার মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া ৪টি গরুর মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছেন স্থানীয় সন্তোষ কান্তি ধর।
জানা গেছে, ওই রাতে অরুণ ধরের ২টি ও স্বপন ধরের ২টি গরু এক রাতে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। গরুর মালিকরা জানান, রাত ১২টা পর্যন্ত গরুগুলো গোয়াল ঘরে ছিল। সম্ভবত মধ্যরাতের পরেই চুরির ঘটনাগুলো ঘটেছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই বিল্লাহ হোসেন জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ ফেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।