এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে ২শ পিস ইয়াবাসহ খানে আলম প্রকাশ হারুন (৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মাস্টারহাট গ্রামীণ ডাকঘরের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খানে আলম একই ইউনিয়নের নুর আহাম্মদ সওদাগর বাড়ির মৃত নুরুল আলম প্রকাশ নুর আহমদের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় এক গডফাদার ধরা ছোয়ার বাইরে থেকে নির্বিঘ্নে বিভিন্নজনকে দিয়ে ইয়াবা বিক্রি করে আসছে। তাকেও আইনের আওতায় আনার জন্য পুলিশের কাছে আহবান করেছেন এলাকাবাসী।