এলনিউজ২৪ডটকম : সাতকানিয়ার কৃতি সন্তান আমিনুল ইসলাম পুণরায় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ক্ষমতাসীন দল ৮১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ৩ জানুয়ারি নতুন কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কাজ শুরু করবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পুণরায় আমিনুল ইসলাম আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ ও কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।