ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | আমিও এক সময় সাংবাদিক ছিলাম : প্রধান বিচারপতি

আমিও এক সময় সাংবাদিক ছিলাম : প্রধান বিচারপতি

chep-justice-20180205163625

নিউজ ডেক্স : নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমিও এক সময় সাংবাদিক ছিলাম। এখন সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আসছে। এটা খুব ভালো দিক। সোমবার দুপুরে প্রধান বিচারপতির খাস কামরায় তার সঙ্গে আইন, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় কয়েকজন নারী সাংবাদিকও উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রধান বিচারপতি বলেন, সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আছে, এটা খুব ভালো দিক। খাস কামরায় প্রধান বিচারপতির পাশে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ল’রিপোর্টার্স ফোরামের নেতারা তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরলে প্রধান বিচারপতি সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।

এলআরএফ সভাপতি আশুতোষ সরকার, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, সহ-সভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম-সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, আবদুল জাব্বার খান, মো. আফজাল হোসেন ও মেহেদী হাসান ডালিমসহ আইন বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এ সময়। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আইনজীবী থাকাকালীন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদের আইনবিষয়ক প্রতিবেদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!