এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর হাতিয়ারপুল এলাকার একটি কমিউনিটি সেন্টার চত্বর হতে ১৯ মে শুক্রবার দুপুরে মোটর সাইকেল (ওয়ালটন কোম্পানীর নম্বরবিহীন) চুরি করে পালানোর এক চোরকে আটক করেছে জনতা। আটক চোর সাতকানিয়া উপজেলার পূর্ব আফজলনগর এলাকার মৃত ফেরদৌস আলীর পুত্র শাহাদাত হোসেন (২৭)।
জানা যায়, চোরের গতিবিধি আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোম্পানীর সন্দেহজনক হয়। ফলে চোর মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সামনে ব্যারিকেট দিয়ে গতিরোধ করে। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে চোরকে ধরে গণধোলাইয় দেয় এবং লোহাগাড়া থানায় সোপর্দ করে।
খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মোঃ শাহজাহান পিপিএম বার ও এসআই সোহরাওয়ার্দী সরওয়ার ঘটনাস্থল হতে চোরকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। আটক শাহাদত আগেও উপজেলার হাজীরাস্তা ও চুনতি থেকে আরো ৩টি মোটরসাইকেল চুরি করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।