লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আদার চর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসার হিফজ বিভাগের অভিভাবক সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ইরফান। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম ওসমান ফারুক।
উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা কুতুব উদ্দিন। মাস্টার মো. ইউসুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহকারী সেক্রেটারি মিনহাজ উদ্দিন মাহি, সহকারী অর্থ সম্পাদক ব্যাংকার মো. আবছার উদ্দীন, সাংবাদিক ওমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আয়াত উল্লাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা নুরুল আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্বশীল মো. ছাত্তার, মো. আবদুল মান্নান, আবদুর রশিদ, মো. ফয়েজ আহমদ, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একটি ছাত্রকে মানুষ বানাতে শিক্ষকের যেমন ভূমিকা রয়েছে, তার চেয়ে বেশি ভূমিকা রয়েছে অভিভাকদের। কারন একজন শিক্ষিত মা পারে একটি শিক্ষিত জাতি গড়তে। তাই অভিভাবকদের আরো বেশি সচেত হয়ে মাদ্রাসার দ্বীনি শিক্ষাকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বক্তারা।-বিজ্ঞপ্তি