নিউজ ডেক্স : চট্টগ্রামের বোয়ালখারী উপজেলার এবি স্কুলের পাশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ছয়টি বসতঘর পুড়ে গেছে। আজ ৭ মার্চ বুধবার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের লিডার মো. শাহিদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবরে বোয়ালখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। লিডার মঞ্জুরুল আলমের নেতৃত্বে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ছয় জন মালিকের ২৪ কক্ষবিশিষ্ট ছয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।