Home | দেশ-বিদেশের সংবাদ | আগুনে দগ্ধ : পুরো পরিবারই চলে গেল না ফেরার দেশে

আগুনে দগ্ধ : পুরো পরিবারই চলে গেল না ফেরার দেশে

নিউজ ডেক্স : রাজধানীর মগবাজারের দিলু রোডে আবাসিক ভবনে আগুনে দগ্ধ শহিদুল ইসলাম (৪০) মারা গেছেন। এ নিয়ে তার পরিবারের দগ্ধ তিনজনই মারা গেলেন।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, শহিদুলের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে রোববার আগুনে দগ্ধ শহিদুলে স্ত্রী জান্নাতুল ফেরদৌসও না ফেরার দেশে পারি জমান। তার শরীরের ৯৫ শতাংশ পোড়া ছিল।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে দিলু রোডের একটি ভবনে আগুন লাগে। ওইদিন শহিদুল-জান্নাতুল দম্পতির সন্তান ছেলে রুশদিসহ (৪) তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!