নিউজ ডেক্স: চট্টগ্রামে আগামী তিনদিনও বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের সতর্ক করা হয়েছে।
আজ রবিবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪ থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রিকান্ত কুমার বসাক বলেন, আরো তিন দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পূর্ববর্তী ২৪ ঘন্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরকম বৃষ্টিপাত আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। সমুদ্রবন্দর গুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে। সমুদ্র লঘুচাপের কারণে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে।