দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আরফাত হোছাইন বিপ্লবের আম্মা আয়েশা খানমের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর)।
এই উপলক্ষে বুধবার চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডস্থ বাসায় খতমে কোরআনসহ নানা কর্মসূচি পালন করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৪ ডিসেম্বর চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ৬৪ বছর বয়সে আয়েশা খানম ইন্তেকাল করেন। এর কয়েক মাস আগে তিনি হঠাৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢামেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহি রেখে যান। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন ও চট্টগ্রাম মহানগরে চন্দনপুরা ও বাকলিয়া এলাকায় দ্বীনি আন্দোলনের কাজে নিয়োজিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।