এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব অংশ ও চরম্বা ইউনিয়নের এলাকা সমূহে আগামীকাল ২৭ এপ্রিল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। ওই এলাকা সমূহে বৈদ্যুতিক লাইন সংলগ্ন গাছের ডালপালা কাটার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম বেলায়েত হোসেন মুঠোফোনে ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন। সাময়িক অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।