Home | লোহাগাড়ার সংবাদ | আগামীকাল উত্তর-পশ্চিম আমিরাবাদ সীরত কমিটির ৬ষ্ট তম মাহফিল

আগামীকাল উত্তর-পশ্চিম আমিরাবাদ সীরত কমিটির ৬ষ্ট তম মাহফিল

ওয়াজ-মাহফিল

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার উত্তর-পশ্চিম আমিরাবাদ নতুনবাজার সীরত কমিটির উদ্যেগে আগামীকাল ১২ জানুয়ারী শুক্রবার ৬ষ্টতম সীরতুন্নবী (সঃ) মাহফিল।

লোহাগাড়া প্রশাসনের ৫ দফা লিখিত শর্তসাপেক্ষে এ বছর মাহফিল করার অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন নতুন বাজার সীরত কমিটির সেক্রেটারী মাওলানা জামাল উদ্দীন ।

এ বারের মাহফিলে খ্যাতিসম্পন্ন আলেমগণ ইসলামের বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে বক্তব্য রাখবেন বলে মাহফিল সুত্রে জানা গেছে ।

তাছাড়া মাহফিলের বিশেষ আকর্ষণ হিসাবে সংগীত পরিবেশন করবে দেশবরণ্যে কন্ঠশিল্পী নেয়ামউল্লাহ নিজামী ।

নতুন বাজীর সীরত কমিটির সভাপতি মোহাম্মদুল হক সকলকে মাহফিলে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!