এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার অসহায়, দরিদ্র ও দুঃস্থদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে “ইসমাইল আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাষ্ট”র তত্বাবধানে এবং নোমান গ্র“পের অর্থায়নে আধুনগরে নির্মিত হতে যাচ্ছে “নাইস হসপিটাল লিমিটেড”।
আগামীকাল ২৬ ফেব্র“য়ারী (সোমবার) উক্ত হসপিটালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন নোমান গ্র“পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব নুরুল ইসলামের সহধর্মীনি ও মাসিক আল-জান্নাত’র সম্পাদক সৈয়দা সুফিয়া খাতুন এবং সুযোগ্য পুত্র নোমান গ্র“পের ডেপুটী ম্যানেজিং ডাইরেক্টর আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এছাড়াও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের সুধী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।