ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | আইনজীবী আলিফের হত্যকারীরা যতো ক্ষমতাশালী হোক আইনের বাইরে যেতে পারবে না

আইনজীবী আলিফের হত্যকারীরা যতো ক্ষমতাশালী হোক আইনের বাইরে যেতে পারবে না

এলনিউজ২৪ডটকম: অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিল মনে করে প্রতিটি আইনজীবী তাদের সহযোদ্ধা, তাদের সহকর্মী, তাদের ভাই ও তাদের আত্মার আত্মিয়। আলিফ একইভাবে বাংলাদেশের সত্তর হাজার আইনজীবী পরিবারের সদস্য। বাংলাদেশ বার কাউন্সিল সেই পরিবারের সদস্যকে হারিয়ে অত্যন্ত শোকাহত, মর্মাহত। বাংলাদেশ বার কাউন্সিল আপনাদের কাছে, আলিফের জন্মভূমির কাছে, আলিফের বাবার কাছে, আলিফের ভাইদের কাছে, আলিফের সাথে বেড়ে উঠা সাথিদের কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ আলিফের হত্যাকান্ডের প্রকৃত বিচার আমরা করবোই। আলিফের হত্যাকারী যেই হোক, যতো ক্ষমতাশালী হোক, আলিফের হত্যকারীরা আইনের আওতার বাইরে যেতে পারবে না বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। ইতোমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয়, আমরা সেটা করছি।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

সনাতনী জাগরণী জোটের এক বিবৃতিতে বলা হয়েছে তাদের পক্ষে কোনো আইনজীবীকে আদালতে যেতে দেওয়া হচ্ছে না এবং হুমকি দেওয়া হচ্ছে। সাংবাদিকরা এই বিষয়টি অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি করলে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে খুনিরও অধিকার আছে আইনি সহায়তা পাওয়ার। যদি কাউকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে বাঁধা দেয়া হয়, সেটি আমরা খতিয়ে দেখব।

এই সময় তাঁর সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল আরশাদুর রউফ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল, বার এসোসিয়শনের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নী জেনারেল ফরিদ উদ্দীন খান, ডেপুটি অ্যাটর্নী জেনারেল, ব্যারিস্টার ওসমান চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।

পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা সদরের দরবেশহাট রোডস্থ টেন্ডল পাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাসভবনে গিয়ে তার পিতা জামাল উদ্দিন, মা হোসনে আরা বেগম ও স্ত্রী ইশরাত জাহানসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দেন। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের সদস্যদের হাতে মোট ১১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!