নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিট আবেদনের শুনানিতে আদালতের প্রতি ফের অনাস্থা জানিয়েছেন তার আইনজীবীরা। ফলে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কী পারবেন না, সে বিষয়টির আইনগত নিষ্পত্তি অনিশ্চিত হয়ে গেছে।
আজ সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন একক বেঞ্চে এ শুনানি সোমবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনাস্থা প্রকাশ করায় সে শুনানি ফের মুলতবি হয়ে গেছে।
আজ শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানান। পরে দুপুর ২টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
এর আগে গত বৃহস্পতিবারও একক বেঞ্চের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। তারা আদালত থেকে বেরিয়ে যান।
এর আগে দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। এতে দুই বছরের অধিক দণ্ডপ্রাপ্ত আসামির নির্বাচনের সুযোগ নেই জানিয়ে খালেদার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।