নিউজ ডেক্স : সাতকানিয়া-লোহাগাডার অহংকার করইয়া নগরের কৃতি সন্তান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সম্মানিত পরিচালক, করইয়া নগর হাই স্কুলের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ -২০১৭ টুর্নামেন্টের আইন শৃংখলা কমিটির সদস্য সচিব ও মহানগর কমিউনিটি পুলিশিং’র সদস্য সচিব নির্বাচিত হওয়ায় করইয়া নগরবাসী ও রেনেঁসা ইয়ং স্টার ক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়েছে। গতকাল তাঁকে চট্টগ্রাম নগরীতে এ সম্মাননা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিষোয়ান গ্রুপের হেড অব প্রোডাকশন ম্যানেজার মিয়ানদাদ হোসেন (জনি), এলিট ডেভেলেপমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর এইচ.এম. সেলিম উদ্দীন, রেনেঁসা ক্লাবের প্রতিস্টাতা সভাপতি এম. নেওয়াজ হোসাইন নিষাদ, নুপুর মার্কেট বনিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ, মোঃ ইউছুপ, আবদুল্লাহ, রুবেল, নুর হোসাইন ও রাসেল প্রমুখ।
